পিরোজপুরে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৩:৫৭ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০২২, ১৩:৫০

পিরোজপুরের নেছারাবাদে শফিকুল ইসলাম (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের গলায় ফাঁস লাগানো মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. আব্দুস সালামের ছেলে। শফিকুল পশ্চিম কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

এ বিষয়ে নিহতের চাচা মো. আলম বলেন, শনিবার বিকেলে তার মা ঘরের বাহিরে ছিলেন। সন্ধ্যার দিকে তার মা ঘরে প্রবেশ করে দেখতে পান ছেলে ঘরের আড়ার সঙ্গে ফাস লাগিয়ে ঝুলে আছে। এসময় তার চিৎকারে লাশ নামিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ থানার ওসি তদন্ত মো. মনিরুজ্জামান মনির বলেন, শফিকুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২০নভেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :