দুই জঙ্গি ছিনতাই: পুলিশের ৫ সদস্য সাময়িক বরখাস্ত

প্রকাশ | ২১ নভেম্বর ২০২২, ১২:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
আসামি ছিনতাইয়ের পর আদালতে অতিরিক্ত পুলিশ মোতাযেন করা হয়

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জসিম উদ্দিন বলেন, ‘দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।’

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- সিএমএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনচার্জ (এসআই) নাহিদুর রহমান ভুইয়া, আসামিদের আদালতে নেয়ার দায়িত্ব পালনকারী পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনেস্টেবল শরিফ হাসান ও আব্দুস সাত্তার।

উল্লেখ্য, রবিবার দুপুরে  আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে পালিয়ে যায় জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার মৃতুদণ্ডপ্রাপ্ত দুই আসামি।

পলাতক দুই জঙ্গি হলেন- মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব সাজিদ।

শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এসএস/এফএ)