লালমনিরহাটের তিস্তা স্টেশনে ‘লালমনি এক্সপ্রেস’র যাত্রা বিরতির উদ্বোধন

প্রকাশ | ২১ নভেম্বর ২০২২, ১৯:২৩

লালমনিরহাট‌ প্রতিনিধি, ঢাকাটাইমস

লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন সোমবার হতে তিস্তা রেল স্টেশনে যাত্রা বিরতি শুরু করেছে। সকাল সাড়ে ১০টায় ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা বিরতির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, রেলওয়ে কর্মকর্তা ডিটিএস আব্দুল্লাহ আল মামুন, লালমনিরহাট সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপনসহ আরো অনেকে।

ট্রেনটি যাত্রাবিরতি করায় খুশি এলাকাবাসী। প্রতিদিন লালমনিরহাট হতে ঢাকাগামী সকাল সাড়ে ১০টায় এবং ঢাকা হতে ফেরত সকাল ৬টা ৫৫ মিনিটে যাত্রা বিরতি করবে। এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি করায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলাসহ লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন ও আশপাশ এলাকার লক্ষাধিক মানুষ এই সুফল ভোগ করতে পারবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

অনুষ্ঠানে রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এলএ)