নওগাঁয় এমপিপুত্রসহ আ.লীগ নেতাদের ওপর ককটেল হামলায় গ্রেপ্তার ১

প্রকাশ | ২২ নভেম্বর ২০২২, ১৩:২৪

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর মহাদেবপুরে বুলবুল সিনেমা হলের সামনে ককটেল হামলার ঘটনায় এরশাদ আলী (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলা শিবরামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এরশাদ আলী উপজেলা শিবরামপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সোমবার সন্ধ্যার পরে স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদারের ছেলে রকি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাকিল আহমেদসহ আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে অপরিচিতরা এসে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ ঘটনায় রাতেই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউসার প্রামানিক বাদী হয়ে থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে প্রায় ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলার ধারাবাহিকতায় ভোররাতে এই ঘটনার সঙ্গে জড়িত এরশাদ আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এসএ)