বিএনপির মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রকাশ | ২২ নভেম্বর ২০২২, ১৬:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শেরপুরে পুলিশের বিরুদ্ধে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা ও গুলিবর্ষণের অভিযোগ তুলেছে বিএনপি। এ ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত ও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল।

মঙ্গলবার দুপুরে শেরপুরের গিরিজা নারায়ণপুরে এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ বেধড়ক লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলিবর্ষণ করলে অনেকেই আহত হয়েছেন। এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বিএনপির কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা এখন পতনের আশংকায় বেপরোয়া হয়ে উঠেছে, কিন্তু তারা হামলা ও গুলি চালিয়ে বিএনপির আন্দোলন থামাতে পারবে না।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এআর)