অঘটন নাকি ফুটবলের জয়? মরুর বুকে প্রথম হার স্পর্শ আর্জেন্টিনার

প্রকাশ | ২২ নভেম্বর ২০২২, ১৬:৫২ | আপডেট: ২২ নভেম্বর ২০২২, ২০:১৬

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অসহায় আর্জেন্টিনাকে দেখল ফুটবল বিশ্ব। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেছে আর্জেন্টিনা। ২-১ গোলের দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় সৌদি আরব।  

ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া সৌদি আরবের অঘটন নাকি ফুটবলের জয়? এটি ফুটবল প্রেমীদের বিবেচনার বিষয়। তবে মরুর বুকে প্রথম হার স্পর্শ করল আর্জেন্টিনা। এটিই ফুটবলের সৌন্দর্য। 

মেসিদের ২ গোল দিয়ে এগিয়ে গেল সৌদি আরব

মেসিদের ২ গোল দিয়ে এগিয়ে গেল সৌদি আরব। ম্যাচের ৫৩ মিনিটে সালেম আল-দাওসারীর গোলে এগিয়ে যায় সৌদি। এই গোলে ২-১ গোলে এগিয়ে গেল আরবের দেশটি।

সৌদি আরব ফিরল সৌদি 

আল-শেহরির দুর্দান্ত গোলে ম্যাচে সমতায় ফিরেছে সৌদি আরব। ১-০ তে মাঠ ছেড়ে প্রথমার্ধ শেষে মাঠে ফিরে গোলের দেখা পেয়েছে সৌদি আরব। ১-১ গোলের সময়াত রয়েছে তারা। ম্যাচের ৪৮ মিনিটে ফেরাস আল ব্রিকানের বাড়িয়ে দেওয়া বল থেকে দূরের পোস্ট দিয়ে গোল করেন সালেহ আল শেহরি।

অফসাইড খড়গ, প্রথমার্ধে সৌদির জালে আর্জেন্টিনার ১ গোল: 

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের মিশন শুরু করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মাঠে নামে দুদল।

ম্যাচের প্রথমার্ধে সৌদির জাল জড়ায় আলবিসেলেস্তেদের ১ গোল। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক শুরু করে স্কালোনির শিষ্যরা। ২ মিনিটের মাথায় মেসির প্রতিপক্ষের ডেয়ার হানা দেন মেসি। তবে এ যাত্রায় বেঁচে যায় সৌদি। তবে ম্যাচের ৯ মিনিটে খেই হারিয়ে ফেলে সৌদি আরব। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি। মেসির দুর্দান্ত পেনাল্টি কিকে ১-০ এগিয়ে যায় আকাশি-সাদারা। 

ম্যাচের ২২ মিনিটে আবারো সৌদি শিবিরে আঘাত হেনেছিল আর্জেন্টিনা। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। তবে গোলের দেখা পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি আলবিসেলেস্তেদের। ২৭ মিনিটে ডি বক্সের মধ্যে ডান পায়ের কিকে গোল করেন আর্জেন্টাইন তারকা মার্টিনেজ। তবে দুঃসংবাদ বয়ে আনে ভিএআর সিদ্ধান্ত। আবারো অফসাইডের ফাঁদে পড়ে আর্জেন্টিনা। বাতিল হয়ে যায় এ গোলটিও। ম্যাচের ৩৫ মিনিটেও আরেকটি সুযোগ মিস করেছে স্কালোনির শিষ্যরা। অফসাইড যেন ডি মারিয়ে, মার্টিনেজ ও মেসির যেন চোখের বালি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

এদিকে ম্যাচের শুরু থেকেই মাঠে আধিপত্য ধরে রাখেন মেসি-মার্টিনেজরা। ম্যাচে ৬৩ ভাগ সময় মেসিদের দখলে ছিল বল। এছাড়া দুর্দান্ত ৫টি শট নেয় সাদা-আকাশিরা। ম্যাচের দুঃখ অফসাইড ৭টি অফসাইডের শিকার হন মেসিরা। প্রথমার্ধে ফাইলের সিদ্ধান্ত আসে ৪টি। অপরদিকে ম্যাচে ৩৭ ভাগ সময় সৌদির দখলে ছিল বল। আর্জেন্টাইন শিবিরে বড় কোনো শট নিতে পারেনি তারা। তবে একটি সেভ ও ৭টি ফাউলের সিদ্ধান্ত গেছে তাদের ডেরায়। 

এদিকে আজকে ম্যাচে আর্জেন্টিনা ৪-২-৩-১ ও সৌদি আরব ৪-৪-১-১ ফরম্যাশন নিয়ে মাঠে নামে। সি গ্রুপে এটি দুদলের প্রথম ম্যাচ। 

আজকের ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এ ম্যাচে ফেভারিটের তকমা নিয়েই লুসাইলের মাঠে সৌদির মুখোমুখি হয়েছেন মেসিরা।

এদিকে শক্তির বিচারে সৌদির চেয়ে অনেক এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা থেকে ৪৮ ধাপ পিছিয়ে সৌদির অবস্থান। ফিফা র‍্যাংকিংয়ে ৩য় স্থানে আর্জেন্টিনা। অন্যদিকে ৫৪তম স্থানে রয়েছে সৌদি আরব। এছাড়া টানা ৩৬ ম্যাচে অজেয় আকাশি-সাদাদের ফর্ম বিবেচনায় ধারে কাছেও নেই সৌদি আরব। তবে সাম্প্রতিক ফর্মে আর্জেন্টিনা শীর্ষে থাকলেও সৌদি নিজেদের শেষ ৫ ম্যাচে দুটি জিতেছে, দুটি ড্র আর হেরেছে একটিতে।

আর্জেন্টিনা (৪-২-৩-১): 
মার্টিনেজ (গোলরক্ষক), ওতামেন্দি, রোমেরো, তাগলিয়াফিকো, মলিনা, মেসি, পারেদেস, দি পল,
দি মারিয়া, মার্টিনেজ, আলেজান্দ্রো গোমেজ। 

সৌদি আরব (৪-৪-১-১): 
আল ওয়াইস (গোলরক্ষক), আলী আল-বুলাইহি , হাসান আলতাম্বক্তি, ইয়াসির আল-শাহরানী, সৌদ আব্দুল হামিদ, আব্দুল্লাহ আল-মালেকি, মোহাম্মদ কান্নো
, সালেম আল-দাওসারী , সালেহ আল-শেহরি, ফেরাস আল-ব্রিকান, সালমান আল-ফারাজ।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এসএম)