ডেনমার্ক-তিউনিসিয়া ম্যাচ গোলশূন্যতে ড্র

প্রকাশ | ২২ নভেম্বর ২০২২, ২১:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো গোলহীন ম্যাচ দেখলো ফুটবলবিশ্ব। ‘ডি’ গ্রুপের ম্যাচে পরস্পরের বিপক্ষে খেলতে নামা ডেনমার্ক কিংবা তিউনিসয়ার কোনো ফুটবলারই দলকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত গোল। ফলে গোলশূন্যতেই শেষ হয়েছে ম্যাচ।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি হয়েছে অনেকটা একপেশে। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ডেনমার্ক ফুটবল দল। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তনিনেসিয়ার গোলকিপারকে পরাস্থ করতে পারেননি ডেনমার্কের ফুটবলাররা।

পুরো ম্যাচের ৬২ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখতে সক্ষম হয় ডেনিশ ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পেরেছে মোট পাঁচটি। কিন্তু আসেনি কাঙ্ক্ষিত গোল। অন্যদিকে পুরো ম্যাচের ৩৮ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখতে সক্ষম হয় তিউনিসিয়া। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়ে মাত্র একটি।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এমএম)