পোল্যান্ড-মেক্সিকো: প্রথমার্ধে নেই গোলের দেখা

প্রকাশ | ২২ নভেম্বর ২০২২, ২৩:২৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কাতার বিশ্বকাপে দিনের তৃতীয় ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে পোল্যান্ড-মেক্সিকো। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই।

ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে সময়ের অন্যতম সেরা তারকা রবার্তো লেভানডোস্কির পোল্যান্ড। পুরো ম্যাচের ৬০ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছে পোলিশ ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পেরেছে মোট তিনটি।
এদিকে পুরো ম্যাচের ৪০ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছে উত্তর আমেরিকার দেশটি। তবে আক্রমণে খুব একটা ধার ছিল না মেক্সিকোর। প্রতিপক্ষের গোলবার বরাবর কেবল একটি শট নিতে পেরেছে দলটি।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/এমএম)