মেসিদের বিপক্ষে জয়, বুধবারে সৌদি আরবে সাধারণ ছুটি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২২, ২৩:৫০

কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ফুটবলবিশ্বের পরাশক্তি আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে পুচকে সৌদি আরব। আর এই ম্যাচে অঘটন ঘটিয়ে আর্জেন্টিনাকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। সেই খুশিতে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সৌদি আরব।

কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলতে নেমে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা দলটি ম্যাচের ১০তম মিনিটেই পেয়ে যায় গোলের দেখা। পেনাল্টি কিক থেকে গোল করেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। প্রথমার্ধে প্রতিপক্ষের জালে আর তিনবার বল পাঠায় আলসেলেস্তেরা। কিন্তু সবকটি অফসাইডের কারণে বাতিল হয়।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই অসাধারণ পারফরম্যান্স দেখায় সৌদি আরব! ৪৮ থেকে ৫৩- এই ৫ মিনিটের গতির ঝড়েই আর্জেন্টিনাকে এলোমেলো করে দিয়েছে। তুলে নেয় দুই গোল তাতেই লিড নেয় ২-১ ব্যবধানে। আর গোলরক্ষক আল ওয়াইজ নিশ্চিত ৫টি গোল থেকে বাঁচিয়েছেন সৌদি আরবকে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে নেয় সৌদি।

আর্জেন্টিনার মত দলকে হারিয়ে ইতিহাস করার কারণে সৌদি আরবে সাধারণ ছুটি ঘোষণা করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :