ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৬৮, নিখোঁজ ১৫১ জন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১১:৩৯ | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২২, ১১:২০

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৬৮, যার মধ্যে অনেক শিশু রয়েছে।

উদ্ধারকারীরা আটকে পড়া লোকদের খুঁজে বের করার জন্য দ্বিতীয় রাত ধরে কাজ করছে।

দেশটির কর্মকর্তারা মৃতের সংখ্যা ২৬৮ বলে উল্লেখ করে বলেছেন, এখনও নিখোঁজ রয়েছে ১৫১ জন। ভূমিকম্পে ১০০০ জনেরও বেশি আহত হয়েছে।

ক্ষতিগ্রস্ত রাস্তা এবং ক্ষতিগ্রস্ত এলাকার বিশাল আকার ক্ষতিগ্রস্তদের শনাক্ত এবং সাহায্য করা কঠিন করে তুলছে।

ভূমিকম্পের সময় স্কুলে ছিলেন এপ্রিজাল মুলিয়াদি। কক্ষটি ধসে পড়ার পরে আটকা পড়েছিলেন তিনি।

১৪ বছর এপ্রিজাল বলেছে, তার পাগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। কিন্তু তাকে তার বন্ধু জুলফিকার নিরাপদে টেনে নিয়ে গিয়েছিল, যে পরে নিজে আটকা পড়ে মারা গিয়েছিল।

ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে ২২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫৮ হাজারেরও বেশি মানুষ এই অঞ্চলের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি সোমবার একটি পার্বত্য অঞ্চলে আঘাত হেনেছে। এর ফলে ভূমিধসে পশ্চিম জাভা শহরের সিয়ানজুরের কাছে গ্রামগুলো চাপা পড়েছে।

দেয়াল ও ছাদ ছিড়ে যাওয়ার পর ভিকটিমরা পিষ্ট বা আটকা পড়েছিল। ‘এ সবই খুব দ্রুত ঘটেছিল।’ বলেছেন এপ্রিজাল।

ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন যে নিহতদের মধ্যে অনেকেই যুবক।

হেনরি আলফিয়ান্দি বলেন, ‘হতাহতদের বেশিরভাগই শিশু, কারণ দুপুর ১টা পর্যন্ত তারা স্কুলে ছিল।’

১0 কিমি (ছয় মাইল) গভীরে আঘাত হানা এই ভূমিকম্পের পরে কয়েক ডজন আফটারশক হয়েছিল যাতে খারাপভাবে নির্মিত বাড়িগুলি ভেঙে পড়ে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :