যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ওয়ালমার্টের স্টোরে গোলাগুলি, নিহত ১০

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২২, ১২:৪২ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২, ১৩:৫৪

ঢাকা টাইমস ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ওয়ালমার্টের একটি সুপারস্টোরে গোলাগুলির ঘটনায় অন্তত দশজনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত দশটার দিকে সেসাপেক এলাকার ওই ঘটনায় বন্দুক হামলাকারী নিজেও মারা গেছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

সেসাপেক পুলিশের মুখপাত্র লিও কসিনস্কি তাৎক্ষণিক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, রাত দশটার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বন্দুকধারী ব্যক্তি প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালান। পরে নিজের দিকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

ভার্জিনিয়ার সিনেটর লুইস লুকাস এক টুইটে বলেছেন, বন্দুকধারীর এমন হামলা মর্মন্তুদ। দেশজুড়ে এমন সহিংসতার সমাধান না করে আমি বিশ্রাম নিতে পারি না।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি নাইটক্লাবে সম্প্রতি বন্দুক হামলার ঘটনায় পাঁচজনের প্রাণহানি ও অন্তত ১৭ জন আহত হয়। এই হামলার কয়েকদিনের মধ্যে ভার্জিনিয়ায় একই ধরনের হামলার ঘটনা ঘটল।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/ডিএম)