আর্জেন্টিনা বধের আড়ালের নায়ক কে এই রেনার্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৫:০০ | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২২, ১৪:৫১

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে গোটা ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে সৌদি আরব। ইতিহাস বলে বিশ্বকাপে এটিই তাদের সবচেয়ে বড় অর্জন। এমন সাফল্যে আর্জেন্টিনা বধের আড়ালের নায়ক ছিলেন রেনার্ড।

তবে কে এই রেনার্ড? যার আড়ালের জাদুতে মেসিদের পরীক্ষিত জাদু ম্লান হয়ে গেছে? তিনি ফরাসি কোচ হার্ভে রেনার্ড।

ফ্রান্সের এক গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন রেনার্ড। শৈশবে ফুটবলের প্রতি ভালোবাসা তাকে সফল কোচে পরিণত করে। গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

তবে রেনার্ডের সাফল্যের পথ অতটা মসৃণ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে সাফল্যের শেখড়ে পৌঁছাতে হয়েছে তাকে। অভাবের সংসার চালাতে একসময় ঝাড়ুদার হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া বাস কন্ডাক্টার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

রেনার্ড ফ্রেঞ্চ ক্লাব দ্রাগিনিয়াঁর হয়ে কোচিং পেশা শুরু করেন। পরে ইংল্যান্ডের চতুর্থ ডিভিশন ক্লাব পরে জাম্বিয়ার কোচ হয়ে চমক দেখান তিনি। নিজের দ্বিতীয় মৌসুমেই কাপ অব নেশনসের ফাইনালে আইভরিকোস্টকে হারিয়ে দলটিকে শিরোপার সুবাস পাইয়ে দেন। এরপর আইভরিকোস্টের হয়েও একই শিরোপা জেতেন রেনার্ড।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে মরক্কোর কোচ ছিলেন রেনার্ড। ওই সময় তার হাত ধরে ২০ বছর পর বিশ্বমঞ্চে খেলে আফ্রিকার দলটি। এরপর যোগ দেন সৌদি আরবের ম্যানেজার হিসেবে। বাছাই পেরিয়ে সৌদিকে বিশ্বকাপের ট্রেনে তুলে দিতে তাকে দায়িত্ব দেওয়া হয়।

সে দায়িত্ব তো পালন করেছেন-ই, বরং বিশ্বকাপের প্রথম ম্যাচে ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন রেনার্ড। তার অধীনে স্বপ্নের মতো কাতার বিশ্বকাপ মিশন শুরু করল সৌদি আরব। এবার কাতারে আরো চমক দেখানোর অপেক্ষায় রয়েছেন এ ফরাসি কোচ।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :