সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২২, ১৬:০৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২, ১৬:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কাতার সশস্ত্র বাহিনীর বিশেষ আমন্ত্রণে দেশটির রাজধানী দোহায় গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার চার দিনের সরকারি সফরে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সফরকালে সেনাপ্রধান কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

পরবর্তীতে তিনি (জেনারেল শফিউদ্দিন আহমেদ) সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

এছাড়া কাতার সশস্ত্র বাহিনী আয়োজিত আমন্ত্রিত দর্শক হিসাবে তিনি কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করবেন। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের উদ্যোগে গত এক বছর সময়কালীন বাংলাদেশ এবং কাতার সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। গত অক্টোবর মাসে কাতার সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ নভেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসএস/এসকেএস)