কোমরে রশি বেঁধে হেনস্তার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন, সাংবাদিকের জামিন

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২২, ১৭:১৯

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস

ফেনীর সাংবাদিক ইউসুফ আলীকে কোমরে রশি বেঁধে হাতকড়া পরিয়ে আদালতে পাঠিয়ে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বুধবার ১২টার দিকে শহীদ মিনার চত্বরে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতারা জোরালো প্রতিবাদ ও নিন্দা জানান।

এ সময়ে সাংবাদিক শাহজালাল রতন, আব্দুর রহিম, শাহাদাত হোসাইন, আজাদ মালদার, জসিম মাহমুদ, এনএন জীবন, আতিয়ার সজল, আবুতাহের ভুইয়া, দিদার আলম, আরিফুর রহমান, নাজমুল হক শামীম, এবিএম নিজাম উদ্দিন, এম শরীফ ভূঞা, শফিউল্লা রিফাত, মাইনুল রাসেল, সৈয়দ মনির, মাসুম বিল্লাহ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা।

বক্তারা বলেন, সাবেক পুলিশ সুপারের দেওয়া গায়েবি মামলায় শুধু হাজিরা ভুলের কারণে মাত্র একদিনের ব্যবধানে রাতের অন্ধকারে পুলিশ ইউসুফকে আটক করে। পরদিন কোমরে রশি বেঁধে হাতকড়া পরিয়ে আদালতে প্রেরণ যে হেনস্তা করা হয়েছে। এ জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে সাংবাদিক ইউসুফ আলীকে ফেনীর আদালতে বুধবার দুপুরে জামিন দিয়েছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এআর)