ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের অভিষেক

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২২, ২০:০১

লন্ডন প্রতিনিধি, ঢাকাটাইমস

পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে মঙ্গলবার সন্ধ্যায় ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভার প্রথম পর্বে সংগঠনের পৃষ্ঠপোষক এসএম সুজন মিয়ার সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর রুহুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বেথনালগ্রীন ও বো আসনের লেবার দলীয় এমপি রুশনারা আলী।

বিশেষ অতিথি ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিস্টার কাউন্সেলর (প্যলিটিকেল) জাহিদ উল ইসলাম।

সভায় রুহুল আমিনকে সভাপতি ও সাংবাদিক আনসার আহমেদ উল্লাহকে সাধারণ সম্পাদক এবং আছকর আলীকে কোষাধ্যক্ষ করে ৫৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা  হয়।

নতুন কমিটির সদস্যদের শপথ পড়ান লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিস্টার কাউন্সেলর (প্যলিটিকেল) জাহিদ উল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- সংগঠনের সভাপতি রুহুল আমিন, সাধারণ সাংবাদিক সম্পাদক আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক কাউন্সিল লিডার হেলাল আব্বাস, কাউন্সিলর লিলু আহমেদ, কাউন্সিলর ফারুক আহমেদ, সহসভাপতি আকমল হোসাইন, মৌলানা মুহাম্মদ মুজাহিদ উদ্দিন, ইন্ক্লুজন সম্পাদক শাহানারা সুমি আলী, সাবেক কাউন্সিলর শহীদ আলী, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, সাবেক কাউন্সিলর মতিনউজামান, কাউন্সিলর আব্দাল উল্লাহ, যুগ্ম সম্পাদক অনন্ত কাসেম হিজল, ট্রাস্টি শাহরিয়ার আলমগীর, ট্রাস্টি আহসানুল হক তানভীর, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল তওহীদ কয়েস, যুগ্ম সম্পাদক মনসুজ জামান মোহন, প্রফেসর আনওয়ার হোসাইন, ট্রাস্টি হোসাইন আহমেদ, ট্রাস্টি হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক  শেখ কবির, যুগ্ম সম্পাদক সিজিল মিয়া, রহিম ইসলাম মিসলু, সাংগঠনিক সম্পাদক আবু শহীদ, সাংগঠনিক সম্পাদক কামরুজ জামান, বালাগঞ্জ ট্রাস্টের আ ফ ম কামাল, মকদ্দুস আলী, সেলিম সিদ্দিক, আব্দুল বসির, জামাল খান প্রমুখ।

অনুষ্টানের দ্বিতীয় পর্বে ছিল পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যুগ্ম সম্পাদক অনন্ত কাসেমের সম্পাদনায় একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ব্রিটেনের জনপ্রিয় শিল্পী হিমাংশু গোস্বামী ও শতাব্দি কর।

এডুকেশন ট্রাস্টের ২০২২-২০২৩ সালের নবনির্বাচত পরিচালনা কমিটির সদস্যরা হলেন চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দশজন তারা হলেন গোলাম আজম তালুকদার, মৌলানা মোহাম্মদ মোজাহিদ উদ্দিন, আফজাল রাজা চৌধুরী, মাস্টার আকমল হোসেন, মাহমুদ আলী, শরীফ উদ্দিন তালুকদার, শাহ কোহিনুর আলম খোকন, মিসবাহ উজজামান মাছুম, আতিকুর রহমান, বোরহান উদ্দিন চুনু।

জেনারেল সে্ক্রেটারি সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, জয়েন্ট সেক্রেটারি পাঁচজন। তারা হলেন- মনজুর আহমদ, মনছুজজামান মোহন, আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলার রুহুল আমিন, অনন্ত কাশেম হিজল, কোষাধ্যক্ষ আছকর আলী, সহকারী কোষাধ্যক্ষ হিরা মিয়া আলী, সাংগঠনিক সম্পাদক আবু সহিদ, আহমেদ আবুল লেইছ, কবীর সায়েক, আব্দুল তাওহিদ, কামরুজ্জামান, প্রকাশনা সম্পাদক আলমগীর শাহরিয়ার, দপ্তর সম্পাদক গৌছ আলী বকুল, মেম্বারশিপ সেক্রেটারি মতিউর রহমান লালন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহনান ইসলাম শামসুল, এডুকেশন সেক্রেটারি শামীম আহমদ তালুকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক এস.এম. তাজুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুল হক, ক্রীড়া সম্পাদক আব্দুল বাসিত লিমন, ত্রাণ বিষয়ক সম্পাদক সোহেল মিয়া তালুকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মানব উন্নয়ন সেক্রেটারি মামুনুর রশিদ, মেম্বারশিপ সেক্রেটারি আরশাদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক আফছর উদ্দিন, ইনক্লুশন সেক্রেটারি শাহানারা সুমি আলী (শান) পাবলিক রিলেশন সেক্রেটারি হোসাইন আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাছান আহমদ, ক্যালচারাল সেক্রেটারি এম. এ. শহীদ. রিসিপশন এ্যাফেয়ার্স এলাইছ মিয়া, ওয়েলফেয়ার সেক্রেটারি অলিউর রহমান, ট্রেনিং এন্ড ডেভল্যপমেন্ট সেক্রেটারি আহসানুল হক তানভীর, ধর্ম বিষয়ক সম্পাদক কারী মুহিবুর রহমান শিপন, আইন বিষয়ক সম্পাদক, ফেরদৌস আহমদ, নির্বাহী সদস্য সেলিম সিদ্দিকী, বাবুল আক্তার, হোসাইন আহমদ, শাহজাজান তালুকদার, দোলন আলী, আজহার উদ্দিন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এলএ)