কিয়েভে রুশ হামলায় নিহত ৩

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২২, ২০:৫৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

কিয়েভে রাশিয়ান হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। শহরের কর্মকর্তারা বলেছেন, শহর জুড়ে বিদ্যুৎ ও পানির বিচ্ছিন্নতার খবর পাওয়া গেছে।

শহরের সামরিক প্রশাসন টেলিগ্রামে জানিয়েছে, ‘হামলার ফলে একটি দ্বিতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনজন মারা গেছে এবং ছয়জন আহত হয়েছে।’

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের শহরগুলিতে ব্যাপক রাশিয়ান হামলার পর বুধবার শহরটির মেয়র বলেছেন, পশ্চিম ইউক্রেনের লাভিভ শহরটি সম্পূর্ণরূপে বিদ্যুতবিহীন ছিল।

মেয়র আন্দ্রি সাডোভিই সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘পুরো শহর বিদ্যুতহীন। আমরা জ্বালানি বিশেষজ্ঞদের কাছ থেকে অতিরিক্ত তথ্যের জন্য অপেক্ষা করছি।

শহরের পানি সরবরাহেও বাধা হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছিলেন।

কর্মকর্তারা বলেছেন, রাশিয়ান হামলা বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভেও আঘাত হেনেছে। ফলে জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে।

কিয়েভ শহরের প্রশাসন সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘শত্রুরা কিয়েভ শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বিমান হামলার সতর্কতা শেষ না হওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকুন।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

এএফপির সাংবাদিকরা কিয়েভের উত্তর ও কেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/ এসএটি)