বাংলাদেশের অর্থনীতি গতিশীল, নিরাপদে আছে: প্রধানমন্ত্রী

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২২, ১৩:০২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২২, ১৩:৫২

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবিলায় তার সরকার সজাগ রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতি এখনো গতিশীল এবং নিরাপদ আছে বলে দেশের মানুষকে আশ্বস্ত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক কাজ আমরা করে যাচ্ছিলাম। তবে করোনাভাইরাস এবং ইউক্রেন যুদ্ধ, স্যাংশনের কারণে বিশ্বজুড়ে মন্দা দেখা দিয়েছে। এই মন্দা থেকে যেন উত্তরণ ঘটে, সে বিষয়ে আমরা যথেষ্ট সজাগ। আমাদের অর্থনীতি এখনও গতিশীল আছে, নিরাপদ আছে, সেটুকু অন্তত আমি বলতে পারি।’

যশোরে অবস্থিত বিএএফ একাডেমিতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সবার সঙ্গে বন্ধুত্ব, এই নীতিতে বিশ্বাস করি। তারপরেও আমাদের দক্ষতার দিক থেকে প্রশিক্ষণ নিয়ে সব ধরনের উৎকর্ষতা বজায় রেখে চলতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের বিমানবাহিনী অত্যন্ত চৌকস ও দক্ষ। শান্তিরক্ষা মিশনে আমাদের বিমানবাহিনী অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করছে। আমরা সত্যিই সেজন্য গর্বিত। এছাড়া মহান মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতির পিতা আমাদের প্রতিরক্ষা নীতিমালা করে গিয়েছিলেন, আমরা সেটি বাস্তবায়ন করছি।’

পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অন্তত ৬০০ বিমানবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নানা ঘটনা ঘটে।’

‘আমরা সরকারে আসার পর বিমানবাহিনীকে নতুন করে গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করি। দেশের দুর্যোগের সময় বিমানবাহিনীসহ সশস্ত্রবাহিনীর সদস্যরা জনগণের পাশে দাঁড়ায়। সেই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। দেশ এবং দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে।’

‘দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে’ প্রত্যয় ব্যক্ত করে বিমানবাহিনীর নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার বিমানবাহিনীর সদস্যদের সার্বিক দক্ষতা ও প্রশিক্ষণ সুবিধা উন্নয়ন ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে থাকে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।’

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/ডিএম)