দক্ষিণ কোরিয়ার বিপক্ষে উরুগুয়ের একাদশে নেই কাভানি

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২২, ১৯:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কাতার বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে লাতিন আমেরিকান দল উরুগুয়ে ও এশিয়া অঞ্চলের অন্যতম ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচের জিততে চায় দুদলই। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে উরুগুয়ে একাদশে কাভানিকে রাখেননি দলটির কোচ দিয়েগো অ্যালানসো।

শুধু এডিনসন কাভানিই নয়, একাদশে নেই ফার্নান্দো মুসলেরাও। এদিকে দক্ষিণ কোরিয়ার একাদশে রয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা সন হিউয়েন মিন।

উরুগুয়ে একাদশ : (ফরমেশন: ৪-৩-৩)

সার্জিও রোশেত, হোসে মারিয়া জিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, মার্টিন ক্যাসেরাস, ম্যাতিয়ান ভেসিনো, রদ্রিগো বেনতানচুর, ফেডেরিকো ভালভার্দে, লুইস সুয়ারেজ, ডারুউইন নুয়েজ, ফাকুন্দো পেলিস্ত্রি।

কোচ: দিয়েগো অ্যালোনসো।

দক্ষিণ কোরিয়া: (ফরমেশ: ৪-২-৩-১)

কিম সেউং-গিয়ু, কিম ইয়ং-গুন, কিম মিন-জায়ে, কিম জিন-সু, কিম মুন-হুয়ান, লি জায়ে-সুং, জুং উ-ইয়ং, হাওয়াং ইন-বেয়ম, হাওয়াং উই-জো, সন হিউং-মিন, না সাং-হো।

কোচ: পাওলো জর্জ গোমেজ বেন্তো

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমএম)