বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায়নি, দাবি এ্যানীর

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২২, ২০:১২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২২, ২১:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শর্ত সাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের যে বক্তব্য গণমাধ্যমে প্রচার হয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

 

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায়নি।

 

এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য  গয়েশ্বর চন্দ্র রায় এক অনুষ্ঠানে বলেন, আমরা নয়াপল্টনের সমাবেশ করতে অনুমতি চেয়েছি। অনুমতি দিলেও ওখানে সমাবেশ করব না দিলেও সমাবেশ করব সেখানে।

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক বক্তব্যে নয়াপল্টনে তাদের সমাবেশ করার কথা বলছেন বেশ জোরেশোরে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/কেএম)