ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
প্রকাশ | ২৪ নভেম্বর ২০২২, ২০:৩২

ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজের থাকছে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
বাংলাদেশ দলের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। এবার ঘরের মাঠে অনুষ্ঠিতব্য সিরিজে দলে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শুধু সাকিবই নয়, ইনজুরিতে থাকা ইয়াসির আলী রাব্বীকেও ফেরানো হয়েছে। আর বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।
উল্লেখ্য, তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় জাতীয় দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। যার প্রথম দুটি ঢাকায় এবং পরেরটি চট্টগ্রামে। টেস্ট দুটি শুরু যথাক্রমে ১৪ ও ২২ ডিসেম্বর।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমএম)