পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিবাদ, মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২২, ২১:০৫

পটুয়াখালীতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ হামলার ঘটনায় পটুয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি শফিউল বাসার উজ্জ্বল (৩৫), সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকরিয়া আহম্মেদ (৩২), জেলা ছাত্রদলের সিনিয়র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার (৩২), জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শামীম (৩২) এবং ছাত্রদল কর্মী মহিবুল ইসলাম (২২) গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পটুয়াখালী পলিটেকনিট ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি রিমানুল ইসলাম রিমু বলেন, বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি-সম্পাদক প্রয়াত ছাত্রদল নেতা শাওনের বাড়িতে খোঁজ-খবর নিতে নারায়ণগঞ্জ গেলে সেখানকার ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। ওই হামলার প্রতিবাদে পটুয়াখালীতে ছাত্রদল নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। যে হামলায় কমবেশি অন্তত ১০ জন আহত হয়েছে।

এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, পটুয়াখালীতে বিগত দিন থেকেই বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হামলা সংঘাত চলে আসছে। যে ঘটনার অপবাদ ছাত্রলীগের ওপর চাপিয়ে দিচ্ছে তারা। ওই হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :