কাতার বিশ্বকাপে গোল করে ইতিহাসের পাতায় রোনালদো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০০:৪৩ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ০০:৩০

কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ২২তম আসরে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে খেলতে নেমেই গোলের দেখা পান সময়ের অন্যতম সেরা তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এর মধ্য দিয়ে ইতিহাস গড়লেন সিআর সেভেন খ্যাত এই ফুটবলার। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো।

ঘানার বিপক্ষে খেলতে নেমে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে পর্তুগাল। কিন্তু এরপরও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৬৫তম মিনিট পর্যন্ত। ডি-বক্সের ভেতরে রোনালদোকে অবৈধভাবে বাধা দিলে ফাউলের বাঁশি দেন রেফারি। ফলে পেনাল্টি পেয়ে যায় পর্তুগিজরা। ঠাণ্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন দলনেতা রোনালদো। তাতেই ইতিহাসে নাম খেলান তিনি।

২০০৬ জার্মানি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলেছিলেন রোনালদো। সেবারসহ ২০১০, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২২ বিশ্বকাপে গোল করে টানা ৫ বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সবমিলিয়ে বিশ্বকাপে তার গোল করা সংখ্যা দাঁড়ালো আটে।

উল্লেখ্য, ঘানার বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে পর্তুগাল। আর এই জয়ের মাধ্যমে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পর্তুগিজরা। ১ করে পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। আর কোনো পয়েন্ট না পাওয়া ঘানা পড়ে রইলো তলানিতে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

বার্সেলোনাকে উয়েফার ৩৭ লাখ টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :