ব্রাজিল ও সার্বিয়া ম্যাচের প্রথমার্ধ গোলহীন

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২২, ০১:৫২

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পরস্পরের বিপক্ষে খেলতে নেমেছে ব্রাজিল ও সার্বিয়া। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। এখন পর্যন্ত একের পর এক আক্রমণ চালালেও ইউরোপীয়ন দলটির জালে বল পাঠাতে পারেনি নেইমারের ব্রাজিল।

নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে বল দখল ও আক্রমণে সার্বিয়াকে পাত্তাই দেয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।  প্রথমার্ধের পুরো সময়ে প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিলিয়ানরা। পুরো সময়ের ৫৯ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয় তারা। আর সার্বিয়ার গোলবার বরাবর শট নিতে পেরেছে মোট দুটি। কিন্তু গোল আসেনি।

এদিকে পুরো সময়ের কেবল ৪১ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে পেরেছে সার্বিয়া। কিন্তু অনটার্গেটে নিতে পারেনি কোনো গোল।

ব্রাজিল একাদশ: (ফরমেশন ৩-৪-২-১)

অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনহস, এলেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, পাকুয়েতা, নেইমার, রাফিনহা, রিচারলিসন, ভিনিসিয়ুস জুনিয়র।

কোচ: তিতে

সার্বিয়া একাদশ: (ফরমেশন ৩-৪-২-১)

মিলিনকোভিচ স্যাভিচ, পাভলোভিচ, মিলেনকোভিচ, ভালেকোভিচ, মিলাদেনোভিচ, মিলিনকোভিচ স্যাভিচ, গুদেহ, লুকিচ, জিভকোভিচ, ট্যাডিচ, মিত্রোভিচ।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমএম)