রিচার্লিসনের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০২:৩৮ | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ০২:২৭

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে একের পর এক আক্রমণের পরও সার্বিয়ার রক্ষণভাগ ভাঙতে পারছিল না ব্রাজিলের আক্রমণভাগের ফুটবলাররা। অবশেষে রিচার্লিসনের গোলে এগিয়ে গেল সেলেসাওরা। প্রথম গোলের ১০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন তিনি।

ম্যাচের প্রথমার্ধ হওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়া হয়ে উঠেন নেইমার-ভিনিসিয়াসরা। সেই সুবাদে ম্যাচের ৬২তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিলিয়ানরা। ভিনিসিয়াস জুনিয়রের নেওয়া জোরালো শট সার্বিয়ান গোলকিপার রুখে দিলেও বল পেয়ে যান রিচার্লিসন। আলতো করে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দেন তিনি।

এরপর দশ মিনিট পর দুর্দান্ত বাই-সাইকেল কিকে ব্যবধান দ্বিগুন করেন সাত নম্বর জার্সি পরিহিত রিচার্লিসন। এ সময় ডি-বক্সের খানিক দূরে থেকে ক্রস করেন ভিনিসিয়াস জুনিয়র। বক্সের ভেতর থেকে সেটা লক্ষ্যভেদ করেন রিচার্লিসন।

এর আগে ম্যাচের ১৩তম মিনিটে কর্নার থেকে নেইমার সরাসরি গোলে শট করেন। গোলরক্ষক ভানজা মিলিঙ্কোভিচ-স্যাভিচ দারুণভাবে বলটা প্রতিহত করেন। তবে ম্যাচের প্রথম গোলমুখে শটটা আসে ২১ মিনিটে। নেইমারের সেই শটটা রুখতে কোনো সমস্যাই হয়নি ভানজার। ২৮তম মিনিটে থিয়াগো সিলভার পাস পান ভিনিসিয়াস। তবে গোলরেখা থেকে এগিয়ে এসে সেটা ঠেকিয়ে দেন ভানজা মিলিঙ্কোভিচ-স্যাভিচ।

৩৫ মিনিটে রাফিনিয়া বড় একটা সুযোগই পেয়ে বসেছিলেন বক্সের একটু ভেতরে। তবে দুর্বল শটে সে সুযোগটা নষ্ট করেছেন তিনি। ৪১ মিনিটে সার্ব রক্ষণের ভুলে সুযোগ পায় সেলেসাওরা। নিকোলা মিলেঙ্কোভিচ বলটা তুলে দিয়েছিলেন ভিনিসিয়াসের পায়ে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানেই।

ব্রাজিল একাদশ: (ফরমেশন ৩-৪-২-১)

অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনহস, এলেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, পাকুয়েতা, নেইমার, রাফিনহা, রিচারলিসন, ভিনিসিয়ুস জুনিয়র।

কোচ: তিতে

সার্বিয়া একাদশ: (ফরমেশন ৩-৪-২-১)

মিলিনকোভিচ স্যাভিচ, পাভলোভিচ, মিলেনকোভিচ, ভালেকোভিচ, মিলাদেনোভিচ, মিলিনকোভিচ স্যাভিচ, গুদেহ, লুকিচ, জিভকোভিচ, ট্যাডিচ, মিত্রোভিচ।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :