প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইরান-ওয়েলস

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২২, ১৬:৫৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২২, ১৭:৫৩

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

কাতার বিশ্বকাপের ৬ষ্ঠ দিনের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে মাঠে নেমেছে ইরান। বি গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ। ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত গোল শূন্য হয়ে পাঠ ছাড়ে গ্যারেথ বেল ও মেহেদি তারেমিরা।

শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে মাঠে নামে ইরান ও ওয়েলস।

ম্যাচের শুরুতেই মাঠে দাপট দেখায় ওয়েলসের ফুটবলাররা। ম্যাচের ৩ মিনিটে মিডফিল্ডার উইলসনের পাসে ডি বক্সের বাইরে থেকে গোল বরাবর লম্বা কিক নেন উইলিয়ামস। কিন্তু এ যাত্রায় বেঁচে যায় ইরান। বলটি গোলবারের উপর দিয়ে চলে যায়। 

বেশ কয়েকবার ইরানের ডিফেন্স ভেঙে আক্রমণ করে ওয়েলস। এর মধ্যে ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত একটু সুযোগ মিস হয় তাদের। ইরানের গোলরক্ষক সোসাইন হোসেইনির প্রতিরোধে গোল বক্সের ভেতরে স্ট্রাইকার মুরের চেষ্টা ব্যর্থ হয়ে যায়। 

ম্যাচে ওয়েলসের দাপটের মুখে ১৫ মিনিটে উল্টো গোল দিয়ে বসে ইরান। তবে ভিআর সিদ্ধান্তে গোলটি বাতিল করেন রেফারি। গোলের জন্য মুখিয়ে থাকা ইরান ম্যাচের ২২ মিনিটে একটি ফ্রি কিক পায়। তবে ইরানি স্ট্রাইকার আজমাউন গোলবক্সের ভেতর মাথায় বল ছুঁয়ে দিলেও বারের দেখা পায়নি। 

পরে ৩১ মিনিটের মাথায় ইরানের মিড ফিল্ডার এজাতোলাহির ফাউল থেকে ফ্রি কিক পায় ওয়েলস। তবে গ্যারেথ বেলের কিক ইরানি ডিফেন্সে আটকে যায়। নির্ধারিত ৪৫ মিনিট ও অতিরিক্ত চার মিনিটে গোলের দেখা পায়নি দুদল।

বিরতিতে যাওয়ার আগে প্রথমার্ধ পর্যন্ত ম্যাচের নাটাই ছিল গ্যারেথ বেলদের কাছে। ৬৬ শতাংশ নিয়ন্ত্রণে গোলবারে ৪টি শট নেয় ওয়েলস। এরমধ্যে দুটো ছিল অন টার্গেট। এছাড়া ওয়েলস ৭টি ফাউলের বিপরীতে ২টি শট সেভ করে। এসময় অতিরিক্ত তিন মিনিটে ফাউল করে রোডন হলুদা কার্ড পান। 
 
অপরদিকে ৩৪ শতাংশ নিয়ন্ত্রণে ৫টি শট নেয় ইরান। এরমধ্যে ২টি ছিল অন টার্গেটে। তবে গোলের দেখা পায়নি। ৪টি ফাউলের বিপরীতে ২টি শট সেভ করে ইরান। দেখতে হয়নি কোনো কার্ড। 

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করতে মরিয়া দুদল বেশ কয়েকটি আক্রমণ ও পাল্টা আক্রমণ করে। তবে ম্যাচে ৬০ মিনিটেও কেউ জালে বল জড়াতে পারেনি। তবে ম্যাচের ৭৩ মিনিটে দারুণ একটি কর্ণার কিক থেকে সুযোগ তৈরি হয়েছিল ইরানের সামনে। মিডিফিল্ডার আলি গুলিজাদেহের করা কর্ণার কিক ওয়েলসের ডিফেন্স ভেদ করতে পারেনি। 

এরপর ৮৩ মিনিটে ম্যাচের নাটকীয় মোড় নেয় ম্যাচ। ওয়েলসের ফাঁকা ডিফেন্সে মেহেদি তারেমি বল নিয়ে ছুটলে গোলরক্ষক হেনেসি ডি বক্সের বাইরে এসে তাকে ফাউল করেন। প্রথমে রেফারি গোলরক্ষক হেনেসি হলুদ কার্ড দেখালেও পরে ভিআর সিদ্ধান্তে তাকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। পরে অবশ্য ফ্রি কিকে সুযোগ কাজে লাগাতে পারেনি। 

প্রসঙ্গত, এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে ইরান অপরদিকে গ্যারেথ বেলের ওয়েলস একমাত্র ম্যাচটি ড্র করেছে। 

এদিকে আজকের ম্যাচ জিততে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে হতে হবে ওয়েলসের তারকা খেলোয়ার গ্যারেথ বেলকে। 

অপরদিকে এ ম্যাচে ইরানের ভরসার বড় অংশ মেহেদি তারেমি। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এ ফরোয়ার্ড।

দুদল যে প্রাথমিক যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে: 

ওয়েলস (৩-৫-২): 
হেনেসি (গোলরক্ষক), রোডন, ডেভিস, মেফান, উইলসন, রামসি, আমপাদু, উইলিয়ামস, রবার্টস,   গ্যারেথ বেল, মুর। 

ইরান (৪-৪-২): 
সোসাইন হোসেইনি (গোলরক্ষক), মাজিদ হোসেইনি, পৌরালিগঞ্জি, রামিন রেজাইয়েন, এজাতোলাহি, নুরোল্লাহি, হাজসাফি, আলি গুলিজাদেহ, তারেমি, আজমাউন।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসএম)