মান বাঁচানোর লড়াইয়ে সেনেগালের বিপক্ষে মাঠে কাতার

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২২, ১৮:৪৯

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

কাতার বিশ্বকাপের ৬ষ্ঠ দিনের দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নেমেছে স্বাগতিক কাতার। এ গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ। 

শুক্রবার বাংলাদেশ সময় রাত ৭টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে মাঠে নামে কাতার ও সেনেগাল। 

এদিকে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কখনোই স্বাগতিক দেশ শুরুর দুই ম্যাচে হারেনি। প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হেরে যাওয়ায় লজ্জার রেকর্ডের সামনে দাঁড়িয়ে কাতার। আজকের ম্যাচ হারলে লজ্জার এক বিশ্ব রেকর্ডে নিজেদের নাম লেখাবে এবারের বিশ্বকাপের আয়োজক দেশটি। তাই লজ্জা এড়াতে ড্র কিংবা জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। 

অপরদিকে আসরের প্রথম ম্যাচে হারলেও আজকের ম্যাচের ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে আফ্রিকার সেরা দল সেনেগাল। 

দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে: 

সেনেগাল (৫-৩-২): 
মেন্ডি (গোলরক্ষক), ইসমাইল জেকবস, কৌলিবালি, দিয়ালো, সাবালি, দায়েদ্দিয়ো, নামপালায়েস মেন্ডি, গে, দিয়া, সার, দিয়াত্তা। 

কাতার (৪-২-৩-১): 
বারশাম (গোলরক্ষক), খৌকি, আব্দেল করিম হাসান, ইসমাইল মোহাম্মদ, হোমাম আহমেদ, মিগুয়েল,  বৌদিয়াফ, আসিম মাদিবো, হাইদোস, আফিফ, আল মোয়েজ আলি।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসএম)