লাথাম-উইলিয়ামসনের রেকর্ড জুটিতে কিউইদের কাছে ভারতের হার

অকল্যান্ড অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চতুর্থ উইকেটে লাথাম-উইলিয়ামসনের রেকর্ডগড়া জুটিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের দলনেতা কেন উইলিয়ামসন। টস হেরে ব্যাট করতে নেমে টপ-অর্ডারের তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। দুই ওপেনার অধিনায়ক শিখর ধাওয়ান ৭২, শুভমান গিল ৫০ ও তিন নম্বরে নামা শ্রেয়াস আইয়ার ৮০ রান করেন। বল হাতে নিউজিল্যান্ডের টিম সাউদি-লুকি ফার্গুসন ৩টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ৮৮ রানেই প্রথম তিন ব্যাটারকে হারায় স্বাগতিকরা। এরপর চতুর্থ উইকেটে ১৬৫ বলে অবিচ্ছিন্ন ২২১ রানের জুটি গড়ে উইলিয়ামসন ও লাথাম দলের জয় নিশ্চিত করেন। ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে চতুর্থ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
ওয়ানডে ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি তুলে ১৪৫ রানে অপরাজিত থাকেন লাথাম। ১০৪ বল খেলে ১৯টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ৭টি চার ও ১টি ছক্কায় ৯৮ বলে অপরাজিত ৯৪ রান করেন উইলিয়ামসন। ম্যাচ সেরা হন লাথাম।
হ্যামিল্টনে আগামী ২৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত ও নিউজিল্যান্ড।
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শেষ চার ম্যাচে জয়হীন লিভারপুল

বিপিএল থেকে ফিরেই ছয় বলে ছয় ছক্কা ইফতেখারের

মেসির গোলে জয় পেল পিএসজি

বিপিএলে হ্যাটট্রিক হাফ-সেঞ্চুরি পাকিস্তানের রিজওয়ানের

জার্মানির জার্সিতে আরও খেলতে চান নয়্যার

ব্রিসবেনকে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কোচার্স

চট্টগ্রামকে হারিয়ে টানা সপ্তম জয় কুমিল্লার

বিপিএল চলাকালেই ওমরাহ করতে গেলেন সাকিব

এনজোর অভিষেকে জয়হীন চেলসি
