কুমিল্লায় বিএনপির সমাবেশে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২২, ১৩:০৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২২, ১৩:২৪

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির সমাবেশস্থলে মোবাইলে ইন্টারনেট সেবায় বিঘ্ন হচ্ছে। এতে সংবাদকর্মীদের কাজে সমস্যা হচ্ছে। একাধিক সংবাদকর্মী জানিয়েছেন, আগের সমাবেশগুলোতেও মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছিলো বলে খবর পেয়েছিলাম। এখানেও একই অবস্থা।

মোবাইল সেবা প্রতিষ্ঠানের দুজন ঊধ্বর্তন কর্মকর্তা জানান, একটি টাওয়ারে সাধারণত যতটুকু ইন্টারনেট কাভার হয় তার চেয়ে বেশি মোবাইল এক্সসেস হচ্ছে।  তাই বাফারিং হচ্ছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, এটা সরকারের নির্দেশেই হয়েছে। আগের সমাবেশেও এমন হয়েছে। এগুলো করে নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না।

কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করেন এস এম মিজানসহ জাসাস নেতাকর্মীরা। দলীয় সংগীতের পর বিদ্রোহী কবির কারার ওই লৌহ কপাট গান বাজানো হয়।

এরপরই কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেওয়া শুরু করেন। 

মঞ্চে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়াসহ অন্যান্য নেতারা।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএ)