পালিয়ে যাওয়া জঙ্গিদের লোকেশন শিগগির পাওয়া যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২২, ১৪:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকার আদালত প্রাঙ্গন থকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিদের লোকেশন শিগগির পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী এও বলেছেন, জঙ্গি পলায়নের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টও শিগগিরই পাওয়া যাবে।

রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে শনিবার ২য় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন বলেন।

আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত সেনা কর্মকর্তা মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়াকে নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি মেজর জিয়া কৌশলে লুকিয়ে আছে। তাই তাকে ধরা যাচ্ছে না।’

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার যেখানে ভালো মনে করবে সেখানেই অনুমতি দেওয়া হবে। কারণ সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া এত বড় জমায়েত রাজধানীতে সম্ভব নয়।’

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/ডিএম)