উড়তে থাকা সৌদির সামনে শক্তিশালী পোল্যান্ড, স্কোয়াডে আছেন যারা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৮:৫৭ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ১৮:৫৪

কাতার বিশ্বকাপের ৭ম দিনের দ্বিতীয় ম্যাচে ইউরোপের শক্তিশালী দল পোল্যান্ডের মুখোমুখি হয়েছে সৌদি আরব। সি গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ।

শনিবার বাংলাদেশ সময় রাত ৭টায় দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামে পোল্যান্ড ও সৌদি আরব।

এদিকে প্রথম ম্যাচে ফুটবল পরাশক্তি আর্জেন্টির বিপক্ষে জয় পেয়ে উড়ছে সৌদি আরব। অবিশ্বাস্য সেই জয়ের পর মরুর এ দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে আজকের ম্যাচে প্রমাণ করার পালা সেটি সক্ষমতা না অঘটন।

অপরদিকে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা পোল্যান্ড চাইবে সৌদি আরবের বিপক্ষে ঘুরে দাঁড়াতে।

দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:

পোল্যান্ড (৩-৪-১-২): শেজনি (গোলরক্ষক), গ্লিক, কিভিওর, বেরেশিন্সকি, ক্রিস্টিয়ান বিয়েলিক, জিয়েলিন্সকি, ফ্রাঙ্কোস্কি, ক্যাশ, লেভানদোভস্কি, মিলিক।

সৌদি আরব (৪-১-৪-১):

আল-ওয়াইস (গোলরক্ষক), আল-বালিহি, আব্দুল্লাহ আল আমরি, মালকি, বুরাইক, আবদুলহামিদ,

কান্নো, সামি আল-নাজি, আল-দাওসারি, আল-বুরাইকান, আল-শেহরি।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :