প্রথমার্ধে সৌদির প্রতিরোধের দেয়াল ভেঙে এগিয়ে গেল পোল্যান্ড

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২২, ১৯:৫৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২২, ১৯:৫৯

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা সৌদি আরব তাদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শুরু করে। শক্তিশালী পোল্যান্ডের সামনে প্রতিরোধের দেয়াল গড়ে তারা। তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুর্গ ভেঙে ম্যাচের ৩৯ মিনিটে সৌদির জালে বল জড়ায় পোল্যান্ড। 

পোল্যান্ডের আনন্দ থমকে যায় ম্যাচের ম্যাচের ৪৪ মিনিটের পেনাল্টিতে। তবে এবার গোল ভাগ্য সহায় হয়নি সৌদির। পেনাল্টি মিসে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল।

কাতার বিশ্বকাপের ৭ম দিনের দ্বিতীয় ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত ৭টায় দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামে পোল্যান্ড ও সৌদি আরব। সি গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ।

ম্যাচের ৩৯ মিনিটে পলিশ স্ট্রাইকার লেভানদোভস্কির পাসে ডি বক্স থেকে ডান পায়ের শটে গোল করেন জিয়েলিন্সকি। 

দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:

পোল্যান্ড (৩-৪-১-২): 
শেজনি (গোলরক্ষক), গ্লিক, কিভিওর, বেরেশিন্সকি, ক্রিস্টিয়ান বিয়েলিক, জিয়েলিন্সকি, ফ্রাঙ্কোস্কি,  ক্যাশ, লেভানদোভস্কি, মিলিক।

সৌদি আরব (৪-১-৪-১): 
আল-ওয়াইস (গোলরক্ষক), আল-বালিহি, আব্দুল্লাহ আল আমরি, মালকি, বুরাইক, আবদুলহামিদ, কান্নো, সামি আল-নাজি, আল-দাওসারি, আল-বুরাইকান, আল-শেহরি।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএম)