২০ মিনিটেই তিন হলুদ কার্ড, লজ্জার রেকর্ড গড়ল পোল্যান্ড

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২২, ১৯:৫৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২২, ১৯:৫৯

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

ফিফা বিশ্বকাপের এবারের আসরে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় সৌদি আরবের বিপক্ষে খেলতে নেমে প্রথম ২০ মিনিটেই তিনটি হলুদ কার্ড দেখলেন পোল্যান্ডের ফুটবলাররা। তাতেই হয়েছে এক লজ্জার রেকর্ড। ২০০২ সালের বিশ্বকাপের পর প্রথম ২০ মিনিটে বিশ্বকাপে তিন লাল কার্ড দেখেনি কোনো দল।

কাতার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে পরস্পরের বিপক্ষে লড়ছে উড়তে থাকা সৌদি আরব ও শক্তিশালী পোল্যান্ড। শক্তিমত্ত্বায় এগিয়ে থাকলেও ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধার ছিল না পোলিশ ফুটবলারদের।

অন্যদিকে প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় তুলনামূলক কম শক্তিশালী দল সৌদি আরব। তাদের আক্রমণ ঠেকাতে গিয়ে হিমসিম খেতে থাকে পোল্যান্ডের ফুটবলাররা। একের পর এক ফাউল করতে থাকলে ২০ মিনিটের মাথায় তিনটি হলুদ কার্ড দেখে পোল্যান্ডের ফুটবলাররা।

তাতেই হয়েছে লজ্জার রেকর্ড। ২০০২ সালের বিশ্বকাপের পর প্রথম দল হিসেবে ম্যাচ শুরুর প্রথম ২০ মিনিটের মাথায় তিনটি হলুদ কার্ড দেখার নজির গড়ল পোলিশরা। এর আগে ২০০২ সালের বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে মাত্র ৯ মিনিটেই তিনটি হলুদ কার্ড দেখেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ইতালি।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমএম)