দুই বাসে ৬৩৭ ভরি স্বর্ণ পাচার, তিন ভারতীয়সহ ১২ যাত্রী আটক

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২২, ২০:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে যাত্রীবাহী বাস থেকে প্রায় ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় তিন ভারতীয় নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপপরিচালক সানজিদা খানম শনিবার রাতে গণমাধ্যকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আটক যাত্রীরা হলেন- রাহাত খান, মোহসিন আল মাহমুদ, কাজী মামুন  ও সৈয়দ আমীর হোসেন, শামীম, মামুন, বশির আহমেদ কামাল, মামুন সরকার, আতিকুর রহমান মীনা  এবং ভারতীয় তিনজন নাগরিক নবী হুসাইন, শাহাজাদা  ও মোহাম্মদ ইমরান ।