ইতালিতে ভূমিধসে ১৩ জন নিখোঁজ

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২২, ০৭:৫৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২, ১১:১৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইতালিতে ভারী বর্ষণজনিত ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন। শনিবার ইসচিয়া দ্বীপ সংলগ্ন উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

ছয় ঘণ্টায় ১৫৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। বৃষ্টিপাতে বহু গাছপালা, ঘরবাড়ি ও গাড়ি ভেসে গেছে।

ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন। এরই মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা লিসা মোকিয়ারো জানান, রাত ৩টার দিকে তারা বজ্রপাতের বিকট আওয়াজ শুনতে পান। এরপর প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। ঘণ্টা দুয়েক পর ভোর ৫টার দিকে দ্বিতীয় দফায় ভূমিধসের ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এফএ)