জাপানের মুখোমুখি কোস্টারিকা, স্কোয়াডে আছেন যারা

কাতার বিশ্বকাপের ৮ম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও কোস্টারিকার। ‘ই’ গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ।
রবিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় দোহার আহমদ বিন আলি স্টেডিয়ামে মাঠে নামে জাপান ও কোস্টারিকা।
ম্যাচের প্রথম মিনিটে কর্ণার পায় জাপান। এরপরই দারুণ একটি সুযোগ মিস করেন জাপানি স্ট্রাইকার দোয়ান। ম্যাচের ৩ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে বা পায়ে লম্বা কিক নেন এ ফরওয়ার্ড। তবে শটটি কোস্টারিকার গোল বার ছুতে পারেনি। এরপরই ২ মিনিটে দুটি ফাউল থেকে পরপর দুটি ফ্রি কিক পায় কোস্টারিকা। তবে জাপানের রক্ষণভাগ ভেদ করতে পারেনি।
এদিকে হেভিওয়েট জার্মানিকে হারিয়ে মিশ্বকাপ মিশন শুরু করা হাজিমে মোরিয়াসুর শিষ্যদের আত্মবিশ্বাস তুঙ্গে। অপরদিকে প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়া কোস্টারিকা মনোবল এখন তলানিতে।
দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:
জাপান (৪-২-৩-১): গোন্ডা (গোলরক্ষক), ইয়োশিদা, ইতাকুরা, নাগাতোমো, ইয়েমনে, কামাদা, মরিটা, এন্ডো, ইয়েদা, সোমা, দোয়ান।
কোস্টারিকা (৪-৪-২): নাভাস (গোলরক্ষক), ক্যালভো, ডুয়ার্টে, ওভিয়েডো, ওয়াস্টন, টেজেডা, বোর্হেস, তরেস, ফুলার, কন্টেরাস, ক্যাম্পবেল।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত অনূর্ধ্ব-১৯ নারী দল

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না টাইগারদের

ইনজুরিতে ডেম্বেলে

ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ওয়াহাব

অস্ট্রেলিয়ান ওপেন জিতে নাদালের রেকর্ডে ভাগ বসালেন জকোভিচ

শান্তকে ডিমেরিট পয়েন্ট দিল বিসিবি

ক্যাসেমিরোর জোড়া গোলে ইউনাইটেডের সহজ জয়

জিরোনাকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা

চট্টগ্রামকে হারিয়ে ফের শীর্ষে সিলেট
