পেলেকে ছুঁলেন এমবাপ্পে

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২২, ১৬:০৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২, ১৬:১০

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

প্রতিটা ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তরুণ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। একের পর এক নতুন রেকর্ড গড়ছেন ফরাসি তরুণতুর্কি। নজরকাড়া পারফরম্যান্সে সব কীর্তি নিজের করে নিচ্ছেন তিনি। এবার ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার পেলেকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে।

শনিবার ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের জয়ের নায়ক এমবাপ্পে জোড়া গোল করে গড়েন ভিন্ন দুটি কীর্তি।

ম্যাচের ৬১ ও ৮৬ মিনিটে গোল করেন এমবাপ্পে। জুস্ত ফঁতেনের পর ফ্রান্সের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করেন তিনি, যা গত ৬০ বছরে প্রথম।

এছাড়া ৮৬তম মিনিটে নিজের শেষ গোলটি করে ছুঁয়ে ফেলেন পেলের আরেকটি রেকর্ড। ২৪ বছর বয়সের আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি তার ৭ গোলের রেকর্ড। 

এদিকে এমবাপ্পের সেরা পারফরম্যান্সে ভর করে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স। 

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসএম)