ঝিনাইদহে চাঞ্চল্যকর ‘সাঈদ হত্যা’ মামলায় গ্রেপ্তার ২২

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২২, ১৬:৫০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঞ্চল্যকর ‘সাঈদ হত্যা’মামলার ২২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।   

রবিবার ঝিনাইদহ র‌্যাব-৬-এর এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, র‌্যাবের একটি আভাযানিক দল রাত দেড়টার দিকে মাগুরা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার মূলহোতা শৈলকুপা উপজেলার হানিফ মন্ডল (৪৩) ও তার সহযোগী  রিয়াজ মন্ডলকে (২৩) গ্রেপ্তার করে। একই সঙ্গে র‌্যাবের পৃথক একটি অভিযানে ঝিনাইদহ জেলার সদর থানার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে একই উপজেলার আসামি রুহুল মোল্লা (৪৫), ইন্তাজ বিশ্বাস (৪০), হৃদয় বিশ্বাস(২৫),  ঝন্টু বিশ্বাস(৪৮), শামীম বিশ্বাস(২৭), হাফিজ বিশ্বাস(৪০), গিয়াস বিশ্বাস(৫৫), হাসান শেখ(৪৮), সাইদুল বিশ্বাস(৫০), আমিরুল বিশ্বাস(৪৫), পলাশ বিশ্বাস(৩৫), এলাহী বিশ্বাস(৫০), আজিবার মন্ডল(৫১), রাজ্জাক মন্ডল(৪০), আনোয়ার বকস(৪২), ইমদাদ মন্ডল(৪৫), এনামুল মন্ডল(৩৮), সোহেল মন্ডল(২৮), ইদ্রিস মন্ডল(৫৫), ও সুলতান বকসকে (২০) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে  হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

উল্লেখ, উপজেলার উমেদপুর ইউনিয়নের দুই ইউপি সদস্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর এক পর্যায়ে কফিল মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মান্নান মেম্বারের লোকজনের ওপর হামলা চালিয়ে ‘সাইদ হোসেন’নামের এক যুবককে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে হত্যা করে। এ বিষয়ে গত ১৭ নভেম্বর শৈলকুপা থানায় ভিকটিমের ভাই মো. রফিজ বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। গ্রেপ্তারকৃত আসামিদের শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এআর)