নতুন দুই বিভাগ গঠন হচ্ছে না অতিরিক্ত ব্যয়ের কারণে: মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২২, ১৭:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠন অতিরিক্ত ব্যয়ের কারণে স্থগিত হয়েছে।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নতুন দুই বিভাগ গঠন সংক্রান্ত প্রস্তাব উঠলে তা অনুমোদন পায়নি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একটি নতুন বিভাগ করতে গেলে এক হাজার কোটি টাকা ব্যয় হবে। সরকার এখন ব্যয় সংকোচন নীতিমালায় চলছে যেকারণে আপাতত নতুন বিভাগ করা হচ্ছে না।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, নিকার বৈঠকে সাতক্ষীরার শ্যামনগরকে সি গ্রেডের পৌরসভা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহের নান্দাইলে পৌরসভার সীমানাও নির্ধারণ করা হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, নিকার সভায় আলোচ্যসূচিতে নতুন বিভাগ গঠনের বিষয়টি অগ্রাধিকারে রাখা হয়েছে। এরই মধ্যে দুই বিভাগের নাম নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগ গঠন হলে দেশে মোট প্রশাসনিক বিভাগ হবে ১০টি। দেশে এখন আটটি বিভাগ রয়েছে। সেগুলো হলো—চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর ও ময়মনসিংহ।

পদ্মা ও মেঘনা বিভাগ গঠন হলে আয়তনে ছোট হয়ে আসবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী নিয়ে গঠন হবে পদ্মা বিভাগ। আর চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠন হবে মেঘনা বিভাগ।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/ডিএম)