চীন-রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে অগ্রাধিকার দেয়া হবে: কাজাখ প্রেসিডেন্ট

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২২, ১৭:৩০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২২, ১৮:১২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

নিকটতম দুই প্রতিবেশী চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন কাজাখস্তানের নতুন প্রেসিডেন্ট কাসিম জুমার্ত তোকায়েভ। দেশটির নতুন সরকারের কর্মকাণ্ড শুরুর প্রথম দিন শনিবার দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

কাজাখস্তানে সম্প্রতি যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে কাসিম জুমার্ত বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

ভাষণে তিনি বলেন, কাজাখস্তান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে যার মূল লক্ষ্য হবে জাতীয় স্বার্থ রক্ষা করা। আমাদের অগ্রাধিকার বিবেচনা করে বেইজিং এবং মস্কোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলব। এরপরেই গুরুত্ব পাবে মধ্য এশিয়ার দেশগুলো।

তোকায়েভ আরও বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ অনুসরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কাজাখস্তান। তবে অন্য দেশগুলোর সঙ্গেও বহুজাতিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বাতিল করবে না আস্তানা। তিনি জানান, তার দেশ আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আগ্রহী অন্য দেশগুলোর সঙ্গেও কাজ করবে।

গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে তোকায়েভ শতকরা ৮০ ভাগ ভোট পেয়েছেন। ২০১৯ সালে সর্বপ্রথম তিনি ক্ষমতায় আসেন। এর আগে দেশটিতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন নূর সুলতান নাজারবায়েভ।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/ইএস