প্রথম মিনিটেই ক্রোয়েশিয়ার জালে কানাডার গোল
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২২, ২২:১০

কাতার বিশ্বকাপের ৮ম দিনের তৃতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে চমক দেখাল কানাডা। প্রথম মিনিটেই ক্রোয়েশিয়ার জালে বল পাঠায় কানাডা।
রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে ক্রোয়েশিয়া ও কানাডা। ‘এফ’ গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ।
এদিকে রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলা ক্রোয়েশিয়া এবারের আসরে শুরুটা ভালো করতে পারেনি। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে চাপে রয়েছে তারা। অপরদিকে বিশ্ব আসরের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু করেছে।
দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:
ক্রোয়েশিয়া (৪-৩-৩):
লিভাকোভিচ (গোলরক্ষক), গার্দিওল, লোভরেন, সোসা, জুরানোভিচ, ব্রোজোভিচ, কোভাচিচ, মদ্রিচ, ক্রামারিচ, পেরিসিচ, মার্কো লিভাজা।
কানাডা (৩-৪-৩):
বোরজান (গোলরক্ষক), ভিটোরিয়া, মিলার, জনস্টন, ইউস্ট্যাকিও, হাচিনসন, ডেভিস, লারিয়া, লারিন, ডেভিড, বুকানন।
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসএম)