প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে ক্রোয়েশিয়া

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২২, ২৩:১০

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় মিনিটের গোল খেয়ে বসেছিল বর্তমান রানারআপ দল ক্রোয়েশিয়া। তবে বিরতিতে যাওয়ার আগে কানাডার জালে দুইবার বল পাঠিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থকে প্রথমার্ধ শেষ করল ক্রোয়েটরা।

রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে ক্রোয়েশিয়া ও কানাডা। ‘এফ’ গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ। রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলা ক্রোয়েশিয়া এবারের আসরে শুরুটা ভালো করতে পারেনি। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে চাপে রয়েছে তারা। অপরদিকে বিশ্ব আসরের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু করেছে।
এদিন মাঠে নেমেই কিছু বুঝে ওঠার আগেই ক্রোয়েশিয়ার জালে বল পাঠিয়ে লিড নেয় কানাডা। চলতি বিশ্বকাপের  দ্রুততম গোলটি করেন দলীয় তারকা ফুটবলার  আলফোনসো ডেভিস। দ্বিতীয় মিনিটের খেলায় বুকানানের দেয়া পাসে হেডের মাধ্যমে কানাডাকে এগিয়ে নেন তিনি।
পিছিয়ে পড়া ক্রোয়েশিয়া সমতায় ফেরে ম্যাচের ৩৬তম মিনিটে। পেরেসিচের দারুণ ক্রসে সহজেই বল প্রতিপক্ষের জালে বল পাঠান ক্রামারিচ। আর বিরতির আগ মুহূর্তে দলকে লিড এনে দেন মার্কো দিভায়া। ইউরানোভিচের পাস থেকে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোল ব্যবধানেই।

দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:

ক্রোয়েশিয়া (৪-৩-৩): লিভাকোভিচ (গোলরক্ষক), গার্দিওল, লোভরেন, সোসা, জুরানোভিচ, ব্রোজোভিচ, কোভাচিচ, মদ্রিচ, ক্রামারিচ, পেরিসিচ, মার্কো লিভাজা।

কানাডা (৩-৪-৩): বোরজান (গোলরক্ষক), ভিটোরিয়া, মিলার, জনস্টন, ইউস্ট্যাকিও, হাচিনসন, ডেভিস, লারিয়া, লারিন, ডেভিড, বুকানন।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এমএম)