ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান শেখ হাসিনার

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২২, ১১:০৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২, ১৬:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

‘জাতিসংঘ পরিচালিত বিশ্ব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা, নৌ, বিমান এবং পুলিশ বাহিনীর নারী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের বিশেষ ভূমিকা বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করছে।’

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান। আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এফএ)