নর্থ সাউথের সাবেক ট্রাস্টি এম এ কাশেমের জামিন বহাল

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২২, ১১:২৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২, ১৪:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য এম এ কাশেমের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার এ বিষয়ে এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এদিন আদালতে এম এ কাশেমের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা।  দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

এর আগে গত ১৩ নভেম্বর ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় এম এ কাশেমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। ট্রাস্টি বোর্ডের অপর সদস্য রেহেনা রহমানের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় এম এ কাশেম ও রেহেনা রহমানের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৪ আগস্ট ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক দুই সদস্য এম এ কাশেম ও রেহেনা রহমানকে জামিন দেন হাইকোর্ট। জামিনের শর্তে বলা হয়, তারা আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না ও অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারবেন না।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/এএ/এফএ)