বরিশালে হামলায় আহত বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২২, ১৩:১৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২, ১৪:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বরিশালে গণসমাবেশে যোগ দিতে গিয়ে হামলায় আহত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও গলাচিপা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো. শাহজাহান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকাল ১০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশে যোগদানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত হন তিনি। দীর্ঘদিন ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

শাহাজাহান খানের মৃত্যুর খবর শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ হাসপাতালে ছুটে যান। এসময় বিএনপি সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুল ইসলাম শিমুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।

মরহুমের প্রথম জানাজা বাদ জোহর পল্টনে বিএনপি কার্যালয়ে, দ্বিতীয় জানাজা মঙ্গলবার সকাল ৯টায় পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে, তৃতীয় জানাজা দশমিনা উপজেলায় বেলা ১১টায়, চতুর্থ জনাজা গলাচিপা উপজেলায় বাদ জোহর, পঞ্চম জানাজা নিজ ইউনিয়ন চিকনিকান্দীতে অনুষ্ঠিত হবে বিকাল ৩ টায়।

তারপর মঙ্গলবার বাদ আছর দক্ষিণ সুতাবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এফএ)