জ্বালানি তেল বিদ্যুৎ গ্যাসের দাম সরাসরি বাড়াতে পারবে সরকার

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২২, ১৭:১৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২, ১৭:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এখন থেকে বিশেষ পরিস্থিতিতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সরকার সরাসরি বাড়াতে পারবে। এতদিন ধরে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি)।

তবে এখন থেকে বিইআরসির পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে সরকারও সরাসরি দাম বাড়াতে পারার একটি বিধান রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২২ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে ব্রিফ করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ একটি ছোট সংশোধন নিয়ে আসা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে সরকারই ট্যারিফ নির্ধারণ করতে পারবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বেসরকারি খাতের জন্য ক্রুড অয়েল আমদানির বিষয়টি উন্মুক্ত করে দেওয়া যায় কি না সে বিষয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/ডিএম)