দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ঘানা, স্কোয়াডে আছেন যারা
প্রকাশ | ২৮ নভেম্বর ২০২২, ১৮:৫৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২, ১৮:৫৬

কাতার বিশ্বকাপের ৯ম দিনের দ্বিতীয় ম্যাচে বাঁচা-মরার ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে ঘানা। ‘জি’ গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ।
সোমবার বাংলাদেশ সময় রাত ৭টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামে দক্ষিণ কোরিয়া ও ঘানা।
এদিকে প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে দক্ষিণ কোরিয়া। অপরদিকে পর্তুগালের বুকে কাঁপন ধরিয়েছে ঘানা। শেষ বাঁশির আগ পর্যন্ত ক্রিস্তিয়ানো রোনালদোদের ধুঁকিয়েছে আফ্রিকান দলটি। তবে উরুগুয়ের বিপক্ষে গোলশূণ্য ড্র করা সন হিউং-মিনরাও আজকে জয়ের জন্য মুখিয়ে থাকবেন।
দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:
ঘানা (৪-২-৩-১):
আতি জিগি (গোলরক্ষক), সালিসু আমার্টে, গিডিয়ন মেনসাহ, ল্যাম্পটে, সামেদ, কুদুস, পার্টে, উইলিয়ামস, জর্ডান আয়েউ, আন্দ্রে আয়েউ।
দক্ষিণ কোরিয়া (৪-৩-৩):
কিম (গোলরক্ষক), মুন-হোয়ান, মিন জায়ে, জিন-সু, হোয়াং, ইয়ং-গুওন, জুং, না, লি, সন, হোয়াং।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এসএম)