কালিয়াকৈরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২২, ২১:৩০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও মাদকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরতকীতলা ও পাশের শ্রীপুর থানার মাওনাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সেলিম হোসেন (২৮), ইয়াছিন হোসেন (২৮), উজ্জ্বল হোসেন (৩৩), নবা সাইদুর রহমান নবু (৩২), আব্দুল আলীম (৩২) ও শাহীন মিয়া (৪৫)।

জানা যায়, রংপুরের হাজিরহাট থানার, উত্তম কুঠিয়ালপাড়া গ্রামের মঞ্জুরুল হক বাদী হয়ে গত শনিবার কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। ওই মামলার সূত্র ধরে পুলিশ সোমবার ভোরে উপজেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরতকীতলা ও পাশের শ্রীপুর থানার মাওনাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, হত্যা ও মাদকসহ তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা কালিয়াকৈর থানা এলাকাসহ আশপাশ এলাকায় এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ জঘণ্য অপরাধে জড়িত।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)