ভিকারুননিসায় ৫, আইডিয়ালে ১০ জন ফেল করেছে

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২২, ২২:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশসেরা দুই শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়েও এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি কয়েকজন শিক্ষার্থী। এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্যে জানা গেছে, দুই প্রতিষ্ঠান থেকে ফেল করেছে ১৫ জন শিক্ষার্থী।

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ সূত্র জানায়, এসএসসি ২০২২ সালে ভিকারুননিসা থেকে পরীক্ষার্থী ছিল ২৩২২ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬ জন। পরীক্ষায় অংশ নেয় ২৩০৬ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২০৪৫ জন। মানবিক থেকে ৫৫ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ২০৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ২৩০১ জন। ফেল করেছে ৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২০২৫ জন। পাসের হার ৯৯ দশমিক ৭৮।

অন্যদিকে, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সূত্র জানায়, এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। পরীক্ষায় পাস করে ২ হাজার ৬৬১ জন। ফেল করেছে ১০ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮২ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯.৬৩ শতাংশ এবং জিপিএ-৫ এর হার ৮৩ শতাংশ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/কেএম)