পর্তুগাল-উরুগুয়ে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কেউই

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২২, ০১:৫৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২, ০২:০৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কাতার বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল জয়ে শুরু করলেও নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি উরুগুয়ে। তাই রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করতে হলে জয়ের কোনো বিকল্প নেই উরুগুয়ের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধ শেষ হলো গোলশূন্য ব্যবধানেই।

লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ম্যাচের ৭০ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখেন ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। আর প্রতিপক্ষে গোলবারে অনটার্গেট ও অফটার্গেট মিলিয়ে মোট শট নিয়েছে আটটি। কিন্তু পায়নি গোলের দেখা।

এদিকে ম্যাচের কেবল ৩০ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয় উরুগুয়ের ফুটবলাররা। বল দখলের পাশাপাশি আক্রমণেও খুব বেশি সুবিধা করতে পারেনি লাতিন আমেরিকান দলটি। সব মিলিয়ে মোটে পাঁচটি শট নিতে পেরেছে উরুগুয়ে।

পর্তুগাল একাদশ: (ফরমেশন ৪-১-২-১-২) দিয়েগো কস্তা, পেপে, রুবেন দিয়াজ, রুবেন নেভেস, রাপাল গুয়েরেইরো, হোয়াও ক্যান্সেলো, বার্নার্ডো সিলভা, কার্ভালহো, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও ফেলিক্স এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

কোচ: ফার্নান্দো সান্তোস

উরুগুয়ে একাদশ: (ফরমেশন: ৪-৩-৩) সার্জিও রোশেত, কোয়াতেস, হোসে মারিয়া জিমেনেজ, ভারেলা, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, ম্যাতিয়ান ভেসিনো, রদ্রিগো বেনতানচুর, ফেডেরিকো ভালভার্দে, ডারুউইন নুয়েজ, এডিনসন কাভানি

কোচ: দিয়েগো মার্টিন আলোনসো লোপেজ

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এমএম)