ফেসবুকে নিউজের কমেন্ট বক্সে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক কারাগারে
প্রকাশ | ২৯ নভেম্বর ২০২২, ০৯:৪৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২, ১১:২১

রাজবাড়ীর গোয়ালন্দে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার দায়ে এসএম রাব্বি (২২) নামে যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গতকাল সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রাব্বী উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গি গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ২১ জুন এনটিভি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘আজ বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি সংবাদের কমেন্ট বক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে মানহানিকর মন্তব্য করে এসএম রাব্বি। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ জুন তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯/৩১ (২) ধারা মোতাবেক মামলা রুজু করা হয়।
এরপর থেকে এসএম রাব্বি পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ নভেম্বর) দিনগত রাতে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৮ নভেম্বর) তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হলে আদালত শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠায়।
( ঢাকাটাইমস/ ২৯নভেম্বর/এআর)